Type to search

অভয়নগরে ভৈরব নদে ডুবে কিশোর নিখোজ

অভয়নগর

অভয়নগরে ভৈরব নদে ডুবে কিশোর নিখোজ

নওয়াপাড়া অফিস:

অভয়নগরে সিদ্দিপাশা সুন্নত পাড়ায় ভৈরব নদে ডুবে মামুন মল্লিক (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের মোজাফ্ফার মল্লিকের ছেলে। রোববার দুপুর নদীতে গোসল করতে যেয়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারের জন্য থানা পুলিশ, নৌ পুলিশ ও ডুবরী দল সারাদিন ধরে ব্যাপক তৎপরাতা চালিয়েছে। সন্ধ্যায় তারা উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। সোমবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান চালানো হবে।
জানা গেছে মামুন প্রতিদিনের মতো রোববারও তার বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে যায়। তারা তিন বন্ধু মিলে আফিল মিল এলাকায় নৌকার উপর থেকে মাঝ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে কূলে আসছিলো। দুই বন্ধু কুলে এসে মামুনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। রোববার দুটপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌ পুলিশ, থানা পুলিশ,স্থানীয় ৫ নং ওয়ার্ডেও ইউপি সদস্য শেখ তরিক’ল ইসলাম বলেন, মামুন মাঝ নদী থেকে নৌকার উপর থেকে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে কুলে আসছিলো। এ সময় দুই বন্ধু কুলে উঠে। আর মামুন নিখোজ হয়।