অভয়নগরে ভিশাল বিশ্বাস সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান ,স্বর্ণপদক জয়

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫১তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার মুক্ত সাঁতার ইভেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ানের গৌরব অর্জণ করেছে ভিশাল বিশ^াস। তিনি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার সকালে বরিশালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: শওকত আলী। রবিবার সকাল নয়টায় স্থানীয় ব্যাপপিস মিশন স্কুলের পুকুরে আন্ত বিভাগীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় আটটি বিভাগ মিলে চারটি অঞ্চল থেকে আট জন প্রতিযোগি
(বড় বালক) ১০০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এতে ভিশাল বিশ^াস চ্যাম্পিয়ান হয়ে স্বর্ণপদক জয়লাভ করে।
ভিশাল বিশ^াস অভয়নগর উপজেলার বেদভিটা গ্রামের বিমল বিশ^াসের ছেলে। তার মায়ের নাম তৃপ্তী রানী বিশ^াস। পিতা একজন দরিদ্র কৃষক, মাতা গৃহীনি। ভিশাল বিশ^াসের বড় একজন বোন রয়েছেন। সাক্ষাতকারে ভিশাল বিশ^াস বলেন, ভবিষ্যতে সে একজন বড় সাঁতারু হয়ে আর্ন্তজাতিক পর্যায়ে নৈপূন্য অর্জন করাতে চায়। তিনি সমাজে সকলের আর্শিবাদ কামনা করেছেন।