স্টাফ রিপোর্টার
রাজাপুর বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্প ও ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের কেবিনেট ডিভিশনের অংশিদারিত্বে হেপাটাইটিস বি-ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বিনয় কৃষ্ণ রায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি ধীমান রায়, ৩নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক ভারত মল্লিক, সিএসও ও টিওটি প্রবীর বিশ^াস ও শ্যামল রায়, টিওটি শংকর মল্লিক, বিবেকানন্দ যুব সংঘের সহসভাপতি অপূর্ব রায় ও বিধান রায়, সাধারণ সম্পাদক মিন্টু রায় প্রমুখ। অর্ধশতাধিক পুরুষ ও মহিলার উপস্থিতিতে নির্বাচিত এলাকার ১৫ জন চায়ের দোকানদারকে ৫’শ পিচ অন টাইম চায়ের কাপ ও ৩জন সেলুন মালিককে বেøড বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.