অভয়নগরে বোরো চাষের লক্ষমাত্র ১৩ হাজার ৫শ হেক্টর ; বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত

স্টাফ রিপোর্টার: অভয়নগরে বোরো ধানের বীজ তলার চারা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের বীজতলার চারা লালচে রং ধারণ করে মারা যাচ্ছে। নওয়াপাড়া গ্রামের লিটন মোল্লা ও বুইকরা গ্রামের ইকবাল হোসেন জানান, তাদের এলাকার প্রায় সকলের বীজতলার চারা হলুদবর্ণ ধারন করে আছে। অনেকের বীজতলার চারা মারা গেছে। তারা উপজেলার কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন। তিনি বলেছেন প্রচন্ড ঠান্ডার করনে এ সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করলে এ রোগ ভালো হয়ে যায়, আমার সাথে যোগাযোগ করে ঔষধের নাম জেনে নিয়ে প্রয়োগ করতে হবে। উপসহকারি কৃষি কর্মকর্তা নৃপেন্দ্র নাথ মন্ডল বলেন, এবছর ১৩ হাজার ৫০০ হে. জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চারা মারা গেলে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে। তিনি পরামর্শ দেন যে, কোল্ডইনজুরি থেকে বীজতলা রক্ষা করতে হলে বীজতলা রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এবং দিনের বেলায় বীজতলঅয় রোদ লাগাতে হবে। এছাড়া নূলকূপের পানি ব্যবহার করতে মহবে, কোন প্রকার পুকুর বা খালের পানি ব্যবহার করা যাবে না। পর্যাপ্ত জীবসাম ব্যবহার করে এ রোগে ভাল ফল পাওয়া যেতে পরে বলে তিনি মন্তব্য করেন।