অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্য
স্টাফ রিপোর্টার-
অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উঠতিবয়সী এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পুড়াখালী ফকিরবাগান গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম সোহেল হোসেন(৩০)। তিনি ওই গ্রামের মৃত ওমর আলী মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, সোহেল হোসেন ওই সময় বিদ্যুত লাইনের পাশ থেকে তাদের বাগানে অবস্থিত একটি সুপারি গাছ কাটছিলেন। গাছটি কেটে দিলে বিদ্যুতের তারের ওপর পড়ে। তিনি হাত দিয়ে সুপারি গাছটি ধরা মাত্রই বিদ্যুতায়িত হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের আইসি মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা ¯ী^কার করে জানান, সোহেল এক কৃষিজীবি যুবক। তার স্ত্রী ও দুইজন পুত্র সন্তান রয়েছে। মৃত্যুর পর তার লাশ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। মামলার পর তার লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.