স্টাফ রিপোর্ট
অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী শিক্ষার্থী সুব্রত দাশ(১৪) মারা গেছে। সে ওই গ্রামের ঋষি পল্লীর পশুপতি দাসের ছেলে ও ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার রাতে সে বাড়িতে বিদ্যুতের কাজ করতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে।
ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তারক কুমার বসু জানান, সুবত দাশ শুক্রবার রাতে বাড়িতে বিদ্যুতের কাজ করতে যেয়ে বিদ্যুদস্পৃষ্ট হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান সুব্রত একজন মেধাবী শিক্ষার্থী শ্রেণিতে তার ক্রমিক রোল ৫। সে স্কাউট টিম পরিচালনা করতো। তার মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জনানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.