অভয়নগরে বিট পুলিশিং সভায় ৬ মাদক সেবীর আত্মসমার্পণ

স্টাফ রিপোর্টার : নওয়াপাড়া পৌরসভার বৌবাজারে বৃহস্প্রতিবার ( ০২-০৯-২১) সন্ধ্যায় ৪,৫,৬ ওয়ার্ডেও ২নং বিট পুলিশিং এর এক সভা অভয়নগর থানার উদ্যেগে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্য এ কে এম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিট অফিসার এস আই মোঃ শাহ আলম,৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ,ছাত্রলীগ নেতা সাব্বির আহম্মেদ শান্ত, বিশিষ্ট ব্যবসায়ি মালেক হাওলাদার,আব্দুস ছালাম, নূর ইসলাম হাওলাদার,সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক প্রমুখ। সভায় বক্তারা বলেন মাদক,নারী নির্যাতন, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে পুলিশ কে এলাকাবাসির সহযোগিতা করতে হবে। এর আগে এলাকার ৬ জন মাদক সেবী ও তাদের মধ্যে কয়েকজন মাদক বিক্রয়ের সাথে জড়িতরা আত্মসমার্পণ করেন।এরা হলেন ড্রাইভার পাড়ার মহাসীনের ছেলে সাজু(২৭),নূর ইসলামের ছেলে মোহাম্মদ আলী(২৫),ওহিদুল(৩২),খালেক হাওলাদারের ছেলে শান্ঠু(৩৫),খোকোনের ছেলে মাসুম(২২),মাসুদের স্ত্রী রেক্সোনা বেগম।