অভয়নগরে বাঘুটিয়া ও শুভরাড়া ইউনিয়নে গুলাগুলি

স্টাফ রিপোটার:অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে ভোট ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশের ১০ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ। এছাড়া শুভরাড়া ইউনয়নের বাসুয়াড়ী পুরুষ কেন্দ্রে নৌকার বিদ্রোহী প্রার্থী বি এম জাকির হোসেনের(আনারস) পক্ষে ব্যালট বাক্স ছিনতাই করতে যেয়ে পুলিশি বাঁধায় পন্ড হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১০/১২ রাউন্ড রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ওই দুটি ভোট ক্ন্দ্রে চালু থাকলেও পরে কোন ভোটর ভোট দিতে আসে নি।