অভয়নগরে বাঘুটিয়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজারে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডাচ্ ব্যাংক সিংগাড়ী বাজারস্থ এজেন্ট ব্যাংকিং শাখা ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার দুপুরে উক্ত শিক্ষক সমাবেশের আয়োজন করে। সত্ত্বাধিকারী শেখ জহির রায়হান এর সভাপতিত্বে উক্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের যশোর জেলা রিজিওনাল ম্যানেজার জনাব সৈয়দ আব্দুর রাকিব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার চঞ্চল ঘোষ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক সব্যসাচী বিশ্বাস, অমিতোষ বিশ্বাস, প্রভাষক বিলাল মাহিনী, এজেন্ট শাখার অফিসার হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সভায় বক্তারা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা ও শিক্ষকদের বিনা জামানতে ঋণ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেন।