অভয়নগরে বজ্রপাতে মাছচাষীর মৃত্যু

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার রামনগর গ্রামে বুধবার রাতে বজ্রপাতে তোয়েব আলী শেখ(৩০) নামে এক মাছচাষীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের হাসান আলী শেখ এর ছেলে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ জানান, মৃত তৈয়েব আলী তার নিকট আত্মীয়।বুধবার রাত আটটার দিকে বৃষ্টিপাতের সময় তোয়েব আলী তার মাছের ঘেরের টং ঘরে বসে ছিলো। এ সময় হটাৎ বিদ্যুৎ চমকালে সে মাটিতে পড়ে যায়। তার সাথে আরো দুইজন বসে ছিলো তারাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাদের জ্ঞান ফিরলে তৈয়েব আলীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত তৈয়েব আলীর সংসারে স্ত্রী ও তার এক শিশু পুত্র সন্তান রয়েছে।