অভয়নগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতণ দিবস পালন

নওয়াপাড়া অফিস
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে অভয়নগর উপজেলা আ.লীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান সাানা আব্দুল মান্নান, উপজেলা আ.লীগ নেতা সাইফার বিশ্বাস, মান্নান বিশ্বাস, আনোয়ার হোসেন, মিন্টু বিশ্বাস, লায়লা খাতুন, সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ:লীগের নেত্রী বৃন্দ, আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।