অভয়নগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদে অবস্থিত জাতির জনকের মুরালে পুস্পস্তবক অর্পণ, শিশুকিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনির উপর আলোচনা,ডকুমেন্টারি প্রদর্শণ, কেক কাটা,দোয়া অনুষ্ঠন ও বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা আ.লীগের আয়োজনে বিকালে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনির ওপর আলোচনা সভা। সভায় সভাপত্বি করেন উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল বক্তব্য রাখেন সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত দাস শান্ত, আব্দুর রউফ মোল্যা উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরে কেক কেটে সকলের মাঝে তা বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংন, কুইজ. রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।