অভয়নগরে প্রাণিসম্পদের আয়োজনে প্রদশর্ণী মেলা অনুষ্ঠিত

অভয়নগরে প্রাণিসম্পদের আয়োজনে প্রদশর্ণী মেলা অনুষ্ঠি
নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রশর্ণী মেলা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নওয়াপাড়া হাসপাতাল রোড সংলগ্ন উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রদশর্নী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মিনারা পারভীন, চলশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কম’কর্তা ডাঃ আবুজার সিদ্দিকী, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার, যুব বিষয়ক কর্মকর্তা আন্জুমনোয়ারা প্রমুখ। মেলায় ২৫ টি প্রদশনী’র জন্য স্টলে বিভিন্ন পশু,পাখির খামারিদের অংশ গ্রহণ থাকে। এসময় অতিথিবৃন্দরা স্টল পরিদর্শন করেন।