নওয়াপাড়া অফিস
অভয়নগরে নাশক স্প্রে করে এক প্রবাসীর নগদ টাকা ও মালামাল নিয়ে সকপে প”ে ও মালামাল সহ প্রায় ৬ লাখ টাকা লুটে নিয়েছে। রোববার দিবাগত গভীর রাতে বুইকারা সরকারি প্রথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত প্রবাসী আবুল সরদারের বাড়িতে এঘটনা ঘটে।
গহকর্তার বড় ভাই মোস্তফা সরদার জানান, তার ভাই প্রবাসে থাকে। বাড়িতে তার ভাইয়ের স্ত্রী ও দুই জন ভ্ইাজি বসবাস করে। ঘটনার রাতে ভায়ের শ^াশুড়ি বেড়াতে এসেছিলো। গত রোববার রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, গভীর রাতে তাদেও ঘরেচেতনা নাশক স্প্রে করা হয়। এতে সকলে ঘুমের মধ্যে অচেতন হয়ে পড়ে। এ সময় অজ্ঞান পার্টিও সদস্যরা ঘওে প্রবেশ কওে নগদ ৬০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। সকালে ভাইজি জাকিয়ার জ্ঞন ফেরে। বাকি দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফেরে। এ ঘটনায় মোস্তফা সরদার বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানাল অফিসার ইনচার্য এ বি এম মেহেদী মাসুদ বলেন, বিষয়টি এখনো কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেম
শেখ আতিয়ার রহমান জানান গত অভয়
ননগর ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.