নওয়াপাড়া অফিস: অভয়নগরে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হিসাবে বিশেষ ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৩ হাজার ৬৮৪জন দু:স্থ জনগোষ্টি। ওইসব দু:স্থ লোকদের প্রত্যেকে ১০ কেজি করে চাল দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রতি ঈদের ন্যায় এবারও দু:স্থদের মাঝে চাল বিতরণ করা হবে। বিভিন্ন ইউনিয়ন পরিষদে চাল পৌছাতে শুরু হয়েছে। ৭ জুলাই তারিখের মধ্যে গোডাউন থেকে চাল উত্তোলন করে তা বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার প্রেমবাগ ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১১ মে.টন ৪০ কেজি,সুন্দলী ইউনিয়নে ৭ মে.টন ৮০ কেজি, চলিশিয়া ইউনিয়নে ১০ মে.টন ২০০ কেজি, পায়রা ইউনিয়নে ৯ মে.টন ৯২০ কেজি, শ্রীধরপুর ইউনিয়নে ১৫ মে.টন ৩০০ কেজি, বাঘুটিয়া ইউনিয়নে ১০ মে.টন ২০ কেজি, শুভরাড়া ইউনিয়নে ১৩ মে,টন ৩০০ কেজি,সিদ্দীপাশা ইউনিয়নে ১৩ মে.টন ৬০০ কেজি এবং পৌরসভায় দেওয়া হয়েছে ৪৬ মে,টন ২০০ কেজি। উপজেলা নির্বাহী অফিসার মোজবাহ উদ্দীন বলেন.‘ চাল বিতরণে কোন অনিয়ম হলে কঠোর শাস্তি দেওয়া হবে।’
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.