Type to search

অভয়নগরে প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও পুরোহিতদের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি পেশ

অভয়নগর

অভয়নগরে প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও পুরোহিতদের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি পেশ

অভয়নগর(যশোর) প্রতিনিধি
অভয়নগরে মন্দিরের বিগ্রহ ভাঙ্গচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও মন্দিরের পুরোহিত সুধা রানী হালদারের পরিবারের নিরাপত্তার দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর শাখা ও পৌর শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময়   যশোর জেলা প্রশাসক বরাবরে লেখা স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এবং যশোর পুলিশ সুপার বরাবরে লেখা স্মারকলিপি থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে পেশ করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অতি দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার এবং মন্দিরের পুরোহিতসহ তার পরিবারের নিরাপত্তা বিধান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত,সা: সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত,সহসভাপতি শংকর সিংহ, পৌর শাখার সভাপতি রবিন অধিকারী ব্যাচা,সা: সম্পাদক প্রসনজিত দাস সনজীত,শ্রীধরপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি রামকৃষ্ণ ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য,গত শুক্রবার (২১ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা অভয়নগরের কোদলা পূর্বপাড়া হরি মন্দিরে হানা দিয়ে বিগ্রহ ভাঙ্গচুর ও পূজার সামগ্রী তছনছ করে।