স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে অবস্থিত দুইটি সরকারি পুকুরে নিষিদ্ধ দুর্গন্ধযুক্ত পৌল্ট্রির বিষ্টা ব্যবহার বন্ধ করার দাবিতে এলাকাবাসী সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
জানা গেছে, এলাকার পানীয় জলের অভাব দূর করার জন্য সরকারি বরাদ্দে কয়েক দশক আগে সুন্দলী গ্রামে দুইটি পুকুর খনন করা হয়। এলাকার লোকজন রান্না-বান্নার পানি সংগ্রহ ও গোসল করাসহ নানা কাজে পুকুরটি ব্যবহার করে আসছে। এলাকার গনেশ মল্লিকের ছেলে চিন্ময় মল্লিক মৎস্যজীবি না হয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরটি গত তিন বছর ধরে উপজেলা পরিষদ থেকে বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করে আসছেন। নীতিমালা অনুযায়ী ওই পুকুরে কোনরকম অখাদ্য,কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা যাবেনা এবং গোসল ও পুকুরের পানি ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু চিন্ময় মল্লিক কোন প্রকার নীতিমালা না মেনে পুকুরে দুর্গন্ধযুক্ত পৌল্ট্রির বিষ্টা ব্যবহার করে আসছে। যে কারণে এলাকাবাসী পুকুরের পানি ব্যবহার করতে পারছে না। এমনকি দুর্গন্ধে পুকুর পাড়ের রাস্তা দিয়ে হাটতে পারছে না। এ ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। মৎস্য কর্মকর্তা জানান, স্মারকলিপি পেয়েছি, মঙ্গলবার থেকে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.