Type to search

অভয়নগরে পুলিশি বাঁধার মুখে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

অভয়নগরে পুলিশি বাঁধার মুখে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নওয়াপাড়া অফিস
নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, সারা দেশে নেতা কর্মিদের গুলি করে হত্যা, গণতন্ত্র পুণ:রুদ্ধার সহ নানা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ সোমবার বিকালে নওয়াপাড়ায় বিএনপি’র প্রতিবাদে হাজারো নেতাকর্মী নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অভয়নগর উপজেলা বিএনপির আহবায়ক মতিয়ার রহমান ফারাজী জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে পূর্ব সিন্ধান্ত মোতাবেক সোমবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউটে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে ইনস্টিটিউট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়। কিন্তু পুলিশ সেখানে সমাবেশ করতে বাঁধা দেয়। পরে তারা নওয়াপাড়ার ধান হাটায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশে যোগদানের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ান থেকে আসা নেতা কর্মীদের পুলিশ বাঁধা দেয়। পুলিশ নেতা কর্মীদের নছিমুন, ভ্যান আটকে দেয়, নওয়াপাড়া শংকরপাশা খেয়াঘাটে পারাপার বন্ধ করে দেওয়া হয়। পুলিশি সকল বাঁধা উপেক্ষা করে নেতা কর্মীরা সমাবেশে যোগ দেয়। অনেক নেতা কর্মীদের পুলিশ ধাক্কা ধাক্কি করে। সমাবেশে যোগদানকারি বিএনপি কর্মী বিল্লাল হোসেন বলেন, ‘ঘরে বসে থেকে এ পর্যন্ত ১২টি মামলা খেয়েছি। এখন আর ঘরে বসে মামলা খাবো না তাই মাঠে নেমে পড়েছি।’
নওয়াপাড়া নগরের জনবহুল সকল স্থানে পুলিশ মোতায়ন করা হয়। জেল অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল মুকিত সরকার সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন। অভয়নগর থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান বলেন,‘ বিএনপির সমাবেশে কোন বাঁধা দেওয়া হয়নি। তারা যাতে নাশকতা না করতে পারে সে জন্য আমরা সজাগ ছিলাম।’
সমাবেশে সভাপতিত্ব করেন অভয়নগর থানা বিএনপি আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান এ ছাড়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির সাবেক সভাপতি মোঃ মারুফুল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আবু নঈম মোড়ল,থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির যুগ্ন আহবায়ক মশিয়ার রহমান মশি, বিএনপি নেতা শাহাজাহান মুন্সি,এফ এম গিয়াস উদ্দিন, নওয়াব আলী সরদার,মাসুদ রানা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন, শাহ জোবায়ের হোসেন, সেলিম রেজা, মাহামুদুল হক লিপু, আসাদুজ্জামান জনি, মুজিবর রহমান, থানা বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, সদস্য সচিব হারুনার রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, থানা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস – মোল্লা হাবিবুর রহমান( হাবিব), পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা আলম, ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন, নাইম উদ্দিন বিজয়, আসাদুজ্জামান ইমন, তাওহীদ আল ওসামা, আরশাদুল ইসলাম, মাহাফুজুর রহমান ইউসুফ, নয়ন হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।