নওয়াপাড়া অফিস:
উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্টির অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন এবং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার বিভাগীয় সমন্বয়কারি রহিদুল ইসলাম। পিছিয়ে পড়া জনগোষ্টির আর্থ সামাজিক পরিস্থিতি বিষয়ক নিবন্ধ পাঠ করেন সংস্থার জেলা ভলান্টিয়ার সুজন কুমার। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, উপজেলা সমাজ সেবা অফিসার এ এফ এম ওয়াহিদুজ্জামান,উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা আঞ্জুমনোয়ারা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্টি অধিকার আন্দোলনের সভাপতি বিভূতোষ রায় আয়োজক সংস্থার বিভাগীয় সমন্বয়কারি পলাশ দাস, উপজেলা সহকারি সমাজ সেবা অফিসার আব্দুল্লাাহ আল মামুন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.