অভয়নগরে পল্লীতে মাটি বোঝাই ট্রলির চাপায় নারীর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার প্রত্যান্ত এলাকা শুভড়ারা গ্রামে মাটি বোঝাই ট্রলির চাপায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারীর নাম আয়েশা বেগম (৪২)। তিনি শুভড়ারা গ্রামের আঃ লতিফ কাজীর স্ত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আয়েশা বেগম গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মাদ্রাসা পড়–য়া ছেলের রিজাল্ট নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ওই গ্রামের মীরে পাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিকিরহাট খেয়া ঘাটে তার মৃত্যু হয়। আয়শা বেগম চার শিশু সন্তানের জননী। স্বামী একজন দিন মজুর। স্থানীয়রা জানায়, শুভরাড়া গ্রামের আসাদ ভূইয়া পুকুর কাটার জন্য মাটি বিক্রি করেছে। ওই মাটি এলাকার বিভিন্ন খানা খন্দ ভরাট করার জন্য সরবরাহ করছে স্থায়ীয় বাসুয়াড়ী গ্রামের রফিকুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ রফিকুল ইসলামের ট্রলি বেপরোয়া গতিতে চলে। দুর্ঘটনার পর ট্রলির ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয়রা ট্রলিটি আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের এ এস আই শফিকুল ইসলাম জানান, বাশুয়াড়ী গ্রামে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।