স্টাফ রির্পোটার :
যশোরের শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়া বুইকরা (মধ্যপাড়া) গ্রামে জাবের আলী বিশ্বাস এর বাড়িতে পরিবারের সকলকে খাবারের সাথে অচেতন নাশক(ক্রেমিকেল) মিশিয়ে এ চুরি হয় বলে তিনি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার বুইকারা (মধ্যপাড়া) গ্রামে মৃত কায়েম আলী বিশ্বাস ছেলে জাবের আলী বিশ্বাসের (৫৮) বাড়িতে সোমবার(২৩.৫.২০২২) দিবাগত রাত ১ টার দিকে চুরির ঘটনা ঘঠে।এঘটনায় জাবের আলী বিশ্বাস বাদী হয়ে বুইকারা গ্রামের কালাম ফকির এর ছেলে আলাউদ্দিন ফকির(১৮)এর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ করেন, নগত ৪৫ হাজার টাকা সহ ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণ চুরি করে।
জাবের আলী জানান, আমি অসুস্থ থাকায় গত কাল রাতে খাবার না খেয়ে গুমিয়ে পরি।আমার স্ত্রী ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩০) ও তার স্ত্রী রাত ৮টা সময় রাতের খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়ে । হঠাৎ করে রাত ১ সময় আমার ঘরের বৈদ্যুতিক লাইট জলে উঠায় আমার ঘুম ভেঙ্গে যায় । আমি মনে করি ছোট ছেলে সবুজ ঘরে আমাকে দেখতে আসছে ,আমি সবুজের নাম ধরে ডাক দিলে আলাউদ্দিন ফকির (১৮)ঘর থেকে দৌড় দিয়ে চলে যায় । পরে আমি দ্রæত উঠে সবাই কে ডাকতে থাকি কিন্তু,কেউ ডাকে সাড়া না দেওয়ায় চিৎকার করতে থাকি ।কিছুখন পর ঘুম থেকে উঠলে দেখি গরের দরজার তালা ভাঙ্গা,ছেলের ঘরের সোকেজ এর ড্রয়ারের তালা ভাঙ্গা ও সব কাপড় নিচে এলমেল করে ফেলান।এ বিষয় অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম সামিম হাসান,লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.