অভয়নগরে নৌকার কর্মীসভায় ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিকের ওলি মোল্যা হত্যার বিচার দাবি

নওয়াপাড়া অফিস
অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের আয়োজনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বিপুল ভোটে বিজয়ের লক্ষে বুধবার সন্ধ্যায় নওয়াপাড়ার তারানা ঘাট চত্বরে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোল্যা ওলিয়ার হত্যার বিচার দাবি করে ইউনিয়নের সকল সদস্যদের নৌকা বিজয়ের লক্ষে কাজ করার আহবান করা হয়।
সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বাঘার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা শাহ ফরিদ জাহাঙ্গীর, স্থানীয় কাউন্সিলর বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা রবির অধিকারী ব্যাচা, ওলিয়ার রহমান মোল্যার নাতী হাসিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান মঞ্চে মোল্যা অলিয়ার হত্যার বিচারের দাবি করা হলে শ্রমিকেরা মুহু মুহু করতালিতে মুখরিত করে তোলে। এসময় তার মৃত্যুতে এক মিনিট নিরারতাও পালন করা হয়। বক্তরা নেতা কর্মীদের ভোটের মাঠে নেমে এনামুল হক বাবুলকে বিপুল ভোটে বিজয়ের জন্য দিন রাত পরিশ্রম করতে বলেন। সভায় ইউনিয়নের প্রায় দুই হাজার শ্রমিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।