অভয়নগরে নাবালিকা সন্তানদের রেখে শিক্ষক বাবার মৃত্যু

স্টাফ রিপোর্টার : নবালিকা সন্তানদের রেখে মৃত্যুবরণ করেন যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসাসের ছেলে কিংকর বিশ্বাস (দিব্যান্ লোকান্ স গচ্ছাতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি হার্টের সমস্যা জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর গতকাল রবিবার আনুমানিক ১.৩০টায় নিজ বাড়িতে মারা যান। কিংকর বিশ্বাস পাইকগ্রাম কস্বা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) বিষয়ে চাকুরিরত ছিলেন। মারা যাওয়ার সময় তিনি ছোট ছোট দুটি সন্তান ও স্ত্রীসহ অসখ্য গুনগ্রাহী রেখে যান। আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন ও গ্রামবাসী মিলে রবিবার বিকেলে স্থানীয় শুড়িরডাঙ্গা মহাশ্মশানে তাঁর দাফন কাজ সম্পন্ন করেন। পরিবারটিতে এখন শোকের ছায়া বিরাজ করছে।