অভয়নগরে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত

মিঠুন দত্ত : যশোরের অভয়নগর উপজেলায় নতুন করে আরও ১১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ১১ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরেছে । উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সেরে আবাসিক মেডিকেল কর্মকর্তা আলীমুর রাজিব জানান,করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এক সপ্তাহ আগে সংগ্রহ করা নমুনাই এক জন দুজন করে করোনা রোগী সনাক্ত হতে থাকে ।সনাক্ত হওয়া রোগীদের মধ্যে রয়েছে, নওয়াপাড়ার পৌরসভার ৪ নং ওয়াডে ৬ জন, ৫ নং ওয়াডে ১ জন,৬ নং ওয়াডে ১ জন, পায়রা ইউনিয়নে ১ জন, শ্রীধরপুর ইউনিয়নে ২ জন। এ পর্যন্ত উপজেলায় মোট ২৩৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় । এ মধ্যে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯২ জন ,সুস্থ ৪৬৫ জন, এবং মৃতের সংখ্যা ১৬ জন।