Type to search

অভয়নগরে ধোপাদী মাহফিলে জনতার ঢল

অন্যান্য

অভয়নগরে ধোপাদী মাহফিলে জনতার ঢল

স্টাফ রিপোটার:: অভয়নগর উপজেলার ধোপাদী, পোড়াবাড়ি ও সবুজ বাগের আয়োজনে খুলনা বিভাগের বৃহত্তম তাফসিরু কোরআন মাহফিলে জনতার ঢল নামে। প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান নর নারী মাহফিল ময়দানে উপস্থিত হয়। গত ১,২,৩ ও ৪ মার্চ এ মাহাফিল অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটির অন্যতম সদস্য সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা বলেন, মাহফিলের সকল ব্যয়ভার উক্ত এলাকাবাসী গ্রহণ করেছে এতে প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটে। তিনি দাবি করে বলেন, খুলনা বিভাগের কোথাও চার দিন ব্যাপী ওয়ূাজ মাহফিল অনুষ্ঠিত হয় না। তাই এ মাহফিল বিভাগের বৃহত্তম মহাহফিল।এবছর চারদিন ব্যাপী এ মাহফিলে পৃথক পৃথক দিনে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন মাওলানা শরিফুল ইসলাম (রাজিবপুরী), মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিক(কুয়াকাটা), ড. আব্দুল্লাহেল মারুফ(ভারতী) ও মনিরুজ্জামান(ভারতী)।