অভয়নগরে ধোপাদী গ্রামে দুই বাংলার খ্যতনামা বক্তার তাফসিরুল কোরআন মাহফিল ১ - ৪ মার্
অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহি ধোপাদী সবুজবাগ পোড়াবাড়ি এলাকার সর্বস্তরের জনগণের সমন্বয়ে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসের ১,২,৩ ও ৪ তারিখ। মাহফিলে প্রথম দিনে ১ মার্চ ওয়াজ করবেন মাওলানা হেদায়েতুল্লা নূরী, সিরাজগঞ্জ। ওই দিন দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করবেন মুফতি রাকিবুল ইসলাম,ইমাম একতারপুর ফারাজী বাড়ি জামে মসজিদ। ২ মার্চ ভারতের পশ্চিম বঙ্গের বারাসাত মসজিদের ঈমাম মনিরুজ্জামান ওই দিন ২য় বক্তা হিাসাবে ওয়াজ করবেন যশোরের দড়াটানা মসজিদের ইমাম ও খতিব মুফতি মুজিবুর রহমান এবং মাহফিলে সভাপতিত্ব করবেন পশ্চিমপাড়া মোল্যা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের।তৃতীয় ও চতুর্থ দিন ওয়াজ করবেন ভারতের আসাম রাজ্যের মাওলানা আব্দুল সোবহান ওই দিন দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ভাঙ্গাগেট মসজিদের ইমাম মুফতি ইকরামুল ইসলাম, মাহফিলে সভাপতিত্ব করবেন পোড়াবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল হোসেন। চতুর্থ দিন ২য় বক্তা হিসাবে ওয়াজ করবেন ধোপাদী মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি দেলোয়ার হুসাইন ওই দিন সভাপত্বি করবেন জাতীয় সংসদের সাবেক সদস্য এম এম আমিন উদ্দীন। মাহফিল এন্তেজামিয়া কমিটির অন্যতম নেতা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা বলেন, ইতোমধ্যে মাহফিলের অনেক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আশাকরা যায় এ বছর আহফিলে ২০ হাজার লোকের সমাগম ঘটবে। শান্তিপূর্ণভাবে মাহফিল শেষ হবে।
কামরুল ইসলাম
১৯/২/২৩
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.