অভয়নগরে ধোপাদী গ্রামের ওয়াজ মাহফিল সোমবার থেকে থেকে শুরু

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে জাকজমকের সাথে এ বছর ও অনুষ্ঠিত হচ্ছে চার দিন ব্যাপী ওয়াজ মাহফিল। প্রতি বছর ধোপাদী, সবুজবাগ ও পোড়াবাড়ি এলাকার জনগণের নিজস্ব অর্থায়নে এ মাহফিলের আয়োজন হরা হয়। আয়োজকদের দাবি খুলনা বিভাগের সর্ব বৃহত ওয়াজ মাহফিল এটি। আজ সোমবার থেকে শুরু হয়ে তা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম দিনের প্রধান বক্তা মাওলানা হাফেজ মুফতি জামিল হুসাইন (ঢাকা) দ্বিতীয় দিনের বক্তা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন বুখারী (ঢাকা), তৃতীয় দিনের প্রধান বক্তা মাওলানা মুফতি আব্দুল মোমিন (মুদারাবাদ ঢাকা)এবং ৪র্থ দিনের বক্তা মাওলানা মুফতি সাব্বির আহমেদ ওসমানী।