অভয়নগরে ধোপাদীর তাফসিরুল কোরআন মাহফিল ১,২,৩ ও ৪ মার্চ

স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতি অনুকুলে থাকলে অভয়নগর উপজেলার ধোপাদী, পোড়াবাড়ি ও সবুজ বাগের আয়োজনে খুলনা বিভাগের বৃহত্তম তাফসিরুল কোরআন মাহফিল আগামী মার্চ মাসের ১,২,৩ ও ৪ তারিখ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব ধোপাদী কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটি সর্বসম্মতিক্রমে উক্ত তারিখে মাফফিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহণ করে। জানা গেছে, খুলনা বিভাগের কোথাও চার দিন ব্যাপী ওয়ূাজ মাহফিল অনুষ্ঠিত হয় না। তাই এ মাহফিলকে আয়োজক কমিটি বিভাগের বৃহত্তম মহাহফিল বলে দাবি করেন। এবছর চারদিন ব্যাপী এ মাহফিলে পৃথক পৃথক দিনে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন মাওলানা শরিফুল ইসলাম (রাজিবপুরী), মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিক(কুয়াকাটা), ড. আব্দুল্লা হেল মারুফ(ভারতী) ও মনিরুজ্জামান(ভারতী)।