স্টাফ রিপোর্টার: অভয়নগর থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মশরহাটি গ্রাম থেকে ধর্ষণ চেষ্টা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের মানিক শেখের ছেলে আলামিন শেখ(২৫) এবং অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের আব্দুল বারিকের ছেলে বদিউজ্জামান।
মলার তদন্ত কারী অভয়নগর থানার এস আই গৌতম কুমার জানান, গত মঙ্গলবার ভোর বেলায় (২১ জুলাই) আসামীরা অভয়নগরের সিডল জুট মিলের কর্মরত এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে। মিলের পাশে মশরহাটি গ্রামে একটি ভাড়া বাড়িতে এঘটনা ঘটে। আসামী আলামিন শেখ ওই একই বাড়িতে ভাড়া থাকতো। ঘটনার দিন ওই নারী মিলে নৈশ পালার কাজ শেষে গোসল খানায় গোসল সেরে কাপড় পাল্টাচ্ছিলো। এ সুযোগে আলামিন গোসল খানায় ঢুকে মুখ চেপে ধরে নারীকে ধর্ষণের চেষ্টা করে আর বদিউজ্জামান বাইরে দাড়িয়ে ধর্ষণের সহযোগিতা করছিলো। পরে ওই নারীর চিৎকারে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে শ্লীলতাহানীর শিকার ওই নারী থানায় অভিযোগ করলে ঘটনার সত্যতা মেলে এবং তার আরজি মোতাবেক মামলা দায়ের হয়। আসমীদের শুক্রবার কোট হাজতে চালান দেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.