অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বারইপাড়া গ্রামের অসহায় দিনমজুর এতিম সুমিত দাসের(২৭) সবতঘর সহ সমুদয় মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে।
সুমিত দাস ও স্থানীরা জানায়, বারইপাড়া মহল্লার মৃত অপূর্ব দাসের ছেলে সুমিত দাস পিতার মৃত্যুর পর লেখাপড়ার পাশাপাশি সংসারের হাল ধরেছেন। তার পেশায় খেত মজুর। সোমবার গভির রাতে তার বসতঘরে আগুন লাগে। মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িতে থাকা টাকা, আসবাবপত্র মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তাদের পরিবারে লোকজনের চিৎকারে স্থানীয়রা প্রতিবেশিরা ছুটে আসে। তারা পানি দিয়ে আগুন নিভাতে চেষ্ঠা করে।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার টিটব শিকদার জানান, প্রেমবাগ এলাকা থেকে বসত ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রæত আমাদের টিম ঘটনা স্থানে পৌছায় । এবং আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি ভাবে আগুনের সুত্রপাত জানা যায়নি। ক্ষতির পরিমান নগদ ৬০ হাজার টাকা ও বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্যে ২ লাখ টাকা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.