অভয়নগরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নওয়াপাড়া অফিস
যশোরে অভয়নগরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অভয়নগর থানা চত্তরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ও পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওসি মিলন কুমার মন্ডলের সঞ্চলনায় থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের পেশ ইমাম মাওঃ মো. ইসমাইল হোসেন, গীতা পাঠ করেন দেব গৌড় চন্দ্র দাস, বাইবেল পাঠ করেন সুবীর মধু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ ও সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, আকিজ গ্রæপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন ( সিআইপি), ও উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ- সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার “খ ” সার্কেল মুকিত সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মো: কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ।