
অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে প্রয়োজনীয় জমির অভাব থাকায় দীর্ঘদিন ভবন বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছিলো। আশপাশের অন্যান্য বিদ্যালয়ে সু সজ্জিত কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ হয়েছে। সুন্দর পাচিলও নির্মিত হয়েছে। কিন্তু কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত জমি না থাকায় ভবন বরাদ্দ হচ্ছিলো না। দীর্ঘদিন উর্ধতন কর্মকর্তারা জমি সংগ্রহের জন্য তাগিদ দিয়ে আসছিলো। বিদ্যালয়ের পাশে সন্ত্রাসীর গুলিতে নিহত এলাকার সুনামধন্য ডাক্তার আকরাম হোসেনের একটি অখন্ড জমি রয়েছে। ওই জমির থেকে তিন শতাংশ জমি তার ওয়ারেশ একমাত্র পুত্র ডা. এ এন এম ফেরদৌস শান্ত স্বেচ্ছায় দান করেছেন। যার বর্তমান বাজার মূর্য প্রায় ১২ লাখ টাকা। তার এ দানকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা পারভীন সাদরে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুরুপ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিম। এ ব্যাপারে ডা. শান্ত বলেন ,‘আমার পিতার আত্মার মাগফেরাত কামনায় আমি স্বেচ্ছায় জমি দান করেছি।’

