অভয়নগরে ডায়াগন্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় বন্ধ ঘোষণা

অভয়নগরে ডায়াগন্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় বন্ধ ঘোষণ
|
||
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুর রহমান রিজভী জানান, উপজেলার নওয়াপাড়া শহরে অবস্থিত ছয়টি বেসরকারি ক্লিনিক ও ছয়টি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করে। এরমধ্যে সার্জিক্যাল ক্লিনিক, আল-মদিনা ক্লিনিক ও আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের প্যাথলজি বন্ধ ঘোষণা করা হয়। এসব ল্যাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদী না থাকায় তাদের প্যাথলজি বন্ধ করাছাড়া ছয়টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ফয়সাল ডায়াগনস্টিক ও ল্যাবওয়ে ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া পালস্ ডায়াগনস্টিক, লাইফ কেয়ার, পপুলার ও নওয়াপাড়া ডায়াগনস্টিকের লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদী না থাকায় পরীক্ষা-নিরীক্ষার কাজ বন্ধ রাখতে বলাটিমের প্রধান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন কালের কণ্ঠকে জানান, এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্য বিভাগের নিয়মানুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেটিমের প্রধান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন কালের কণ্ঠকে জানান, এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্য বিভাগের নিয়মানুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে |