অভয়নগরে ট্রাক চাপায় খালু ভাগ্নে ও পৃথক ঘটনায় এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে

স্টাফ রিপোর্টার: যশোরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুট মিল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মাঝখানে পড়ে ট্রাকরে চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকলে আরোহী খালু ও ভাগ্নে এবং অপর এক দুর্ঘটনায় আফিল গ্রুপের ট্রাকের চাপায় এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।
শনবিার(৯/১/২১) দুপুর ১২টার দিকে উপজেলার নওয়াপাড়া জুট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় পড়ে খালু ও ভাগ্নে ঘটনাস্থলে মারা যায়। এর আগে শুক্রবার রাত ৯টায় মহাসড়কের যশোর ও খুলনার সীমান্ত এলাকা রাড়িপাড়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফারাজি আশরাফ হোসেন(৭৯) মারা যায়। মারা যাওয়া দুই মোটরসাকেল আরোহী হলেন আকছিয়ার মোল্যর ছেলে রানা মোল্যা(২৫) এবং আব্দুল হালিম মোল্যার ছেলে নাসিম উদ্দীন(২২) তারা সম্পর্কে চাচাতো খালু ভাগ্নে এবং উভয়ে নড়াইল সদর উপজেলার পচিশা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষ দর্শি ও পুলিশ জানায়, আজ শনবিার দুপুরে রানা মোল্যা এবং নাসিম উদ্দীন মোল্যা মোটর সাইকেলে করে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেেক যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়া মোকামে আসছিলেন। মোটর সাইকেলটি চালাচ্ছলিনে রানা মোল্যা। দুপুর ১২টার দেিক মোটর সাইকেলটি উপজেলার নওয়াপাড়া এলাকার নওয়াপাড়া জুট মিল ফটকরে সামনে পৌঁছায়। এ সময় বপিরীত দিক থেেক আসা একটি যাত্রীবাহী বাস এবং আলুবোঝাই একটি ট্রাকের মাঝখানে পড়ে মোটর সাইকেল এক র্পযায়ে ট্রাকরে ধাক্কায় রানা মোল্যা ও নাসমি উদ্দীন মহাসড়করে ওপর ছটিকে পড়নে। এ সময় ট্রাকরে চাকায় পষ্টি হয়ে তাঁরা দুইজনইে ঘটনাস্থলইে মারা যান।
এ ছাড়া অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বৃদ্ধ ফারাজি আশরাফ হোসেন শুক্রবার রাস্তা পার হওয়ার সময় খুলনা যশোর মহাসড়কে আফিল গ্রুপের ইট পরিবহনের ট্রাক চাপায় ওই বৃদ্ধ মারা যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওস)ি শাহাবুদ্দনি চৌধুরী বলনে, বাস ও ট্রাকরে মাঝখানে পড়ে ট্রাকরে চাকায় পষ্টি হয়ে দুই মোটরসাইকলে আরোহীর ঘটনাস্থলইে মৃত্যু হয়ছে। লাশ উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করে।