Type to search

অভয়নগরে ট্রফিক পুলিশের অভিযানে ২৯টি মটর সাইকেল আটক

অভয়নগর

অভয়নগরে ট্রফিক পুলিশের অভিযানে ২৯টি মটর সাইকেল আটক

নওয়াপাড়া অফিস:

অভয়নগরে যশোর জেলা সদর ট্রাফিক পুলিশের এক অভিযানে ২৯টি মটার সাইকেল আটক কর হয়। এছাড়া আটকৃত মটর সাইকেলের মধ্যে হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় ৮ জনকে প্রসিকিউশনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মটর সাইকেলের বৈধ কাগজপত্র না দেখাতে পারলে তাদের বিরুদ্ধে ও মামলা হবে বলে জানা গেছে। বুধবার নওয়াপাড়ার মহিলা কলেজ রোড ও আরো কয়েটি স্থানে এ অভিযান চালনো হয়। অভিযান পরিচালনাকারি ট্রাফিক পুলিশের টি এস আই সরোয়ার আলম বিষটি নিশ্চিত করেছেন। এ সময় তার সাথে ছিলেন এ টি এস আই আনোয়ারুল ইসলাম, কনোসট্রবল দেলোয়ার হোসেন সহ অভয়নগর থানার কয়েকজন কনোসট্রব। সকাল ১০ থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চলে।