অভয়নগরে জেলহত্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলা আ.লীগের উদ্যোগে চার নেতার জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ:লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ:লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর, সহসভাপতি সানা আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, প্রমুখ। আলোচনা শেষে এই দিনে নির্মম ভাবে নিহত চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।