অভয়নগর প্রতিনিধি
জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার অভয়নগর প্রতিনিধি মাহাবুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার যশোর জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বরাবর অবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন সাংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার সকাল সাড়ে এগারোটায় তার নিজ গ্রাম উপজেলার চলিশিয়া ফকির বাড়ির মোড়ে চারজন উঠতি বয়সী যুবক তার ওপর হামলা চালায়। এসময় মাহবুবুর দৌড়ে পালিয়ে যাওয়া কালে মাটিতে পড়ে যায়। হামলাকারীরা মাহবুবুরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কিন্তু অস্ত্র থেকে গুলি বের না হওয়ায় সে প্রাণে বেঁচে যান। এসময় মাহবুর মাটি থেকে উঠে দৌড়ে তার বাড়ি গেলে হামলাকারীরা তার পিছুপিছু গিয়ে তার দরজায় লাথি মারে ও জীবনাশের হুমকি দেয়। বিষয়টা অভয়নগর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় মাহবুবুর রহমান তার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছে, যে কারণে তিনি নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বরাবর অবেদনটি করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.