অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে ও স্বাধীনতা সার্বভৌত্বের বিরুদ্ধে সকল চক্রান্তের প্রতিবাদে জামায়াত ইসলামীর বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রীধরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যপক গোলাম রসুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারী প্রভাষক মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা আব্দুল করিমসহ অন্যন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফারুক হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবেনা। স্বৈরাচার ও তার দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.