অভয়নগরে জামায়াতের কর্মী সমাবেশ

ইমদাদুল হক রহীম,অভয়নগর (যশোর )থেকে –
আজ ১৪ অক্টোবর সোমবার। যশোর অভয়নগর উপজেলা পৌরশাখায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্দোগে বিশাল এক কর্মী সমাবেশ অনুষ্ঠীত হয়। কুরআন তেলোয়াতের মাধ্যমে সকালে মহিলা ও পুরুষ কর্মীদের সমাবেশ নওয়াপাড়া মড়েল মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়ামে মোওলানা মো: আলতাফ হোসেন পৌর শাখার সভাপতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল যশোর জেলা শহর শাখার আমির এবং অভয়নগর বাঘারপাড়া গনমানুষের জনপ্রিয় নেতা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মশিউর রহমান যশোর পূর্ব শাখার আমির যুব বিভাগের জেলা আমির। এবং পৌরসভার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভয়নগর উপজেলা পৌর শাখার এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে অধ্যাপক গোলাম রসুল যশোর শহর শাখার আমির বলেন ফ্যাসিবাদি জালিম সরকারকে ৫ আগষ্ঠ বিদায় করে জনগণ জামায়াতকে চায়।তাই আমাদের বেশি বেশি সামাজিক কাজ করতে হব।তিনি আরো বলেন মানুষের কাছে বিশ্বাসী হতে হবে। বিশেষ অতিথি অধ্যাপক মশিউর রহমান বলেন সামনে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রতুতি গ্রহণ করতে হবে।