স্টাফ রিপোর্টার: উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অভয়নগর উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর জানান,জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যš চলবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার - প্রচারনা,র্যালী,মৎস্য পুরস্কার প্রদান , পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন উপকরন বিতরণ করা হবে ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.