অভয়নগরে ছানিচক্ষু, ডায়াবেটিসসহ ৬২০ রোগীর চিকৎসা সহায়তায় প্রদান

অভয়নগর(যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিনামূল্যে ৬২০ জন ছানিচক্ষু রোগী বাছাই ও অপারেশন এবং ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন হয়েছে। নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ভবনে এসব রোগী বাছাই সম্পন্ন করা হয়। অসহায়, দরিদ্র বাছাইকৃত রোগীর মধ্যে ৫১৫ জন ছানিচক্ষু এবং ১০৫ জনের ডায়াবেটিস রোগী পরীক্ষা করা হয়। রোগী বাছাই ও সহায়তা প্রদান উপলক্ষে গতকাল শুক্রবার সকালে একই মহাবিদ্যালয়ের মাঠে রোটারি ক্লাব অব নওয়াপাড়া এবং আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি রোটাঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। সম্মানিত অতিথি ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপ-পরিচালক ডা. মো. বেলাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আহবায়ক রোটাঃ পিপি. আব্দুল আজিজ সরদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটাঃ পিপি শাহ্ আব্দুল মুকিত জিলানী, আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ফারহানা আনজুম জেরিন, মোর্শেদ আল মোর্তজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ আলহাজ্ব শাহ জালাল হোসেন।