অভয়নগরে চেয়ারম্যান প্রার্থী আবরারুল হক সম্রাট মনোনয়ন প্রত্যাহার করলেন

অভয়নগরে চেয়ারম্যান প্রার্থী আবরারুল হক স¤্রাট মনোনয়ন প্রত্যাহার করলে
নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্রারুল হক স¤্রাট মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। গত শনিবার তিনি জেলা রিটানিং অফিসারে কাছে মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলা চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে এক জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাথী রয়েছেন তিন জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় আকতারুজ্জাম তারু বিনা প্রতিদ্ব›দ্বীতায় বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান প্রার্থদের দাখিল করা মনোনয়ন পত্র গ্রহণ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌর সভার প্রতিষ্ঠাকালিন সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, শ্রমিকলীগ এর নওয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চালের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা রবিন অধিকারী ব্যাচা ও উপজেলা যুবলীগ নেতা সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের পুত্র আবরারুল হক স¤্রাট। ভাইসচেয়ারম্যান পদে এক মাত্র প্রাথী হিসাবে জমা মনোনয়ন পত্র দিয়েছেন চলমান ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু। এছাড়া মহিলা ভাইসচেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চলমান মহিলা ভাইসচেয়ারম্যান জেলা যুব মহিলালীগ নেত্রী মিনারা পারভীন, উপজেলা আ.লীগ নেত্রী লায়লা খাতুন ও উপজেলা আ.লীগ নেত্রী সাফিয়া খানম।
এর মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থী আবরারুল হক স¤্রাট মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। তিনি এক সাক্ষাতকারে জানান দলের সিনিয়র নেতাদের সাথে প্রতিদ্ব›দ্বীতা করতে চান না তাই তিনি তাদের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচনী অফিসার এস এম হাবিবুর রহমান তার প্রত্যাহারে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভয়নগর উপজেলা নির্বাচনে রিটানিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিলো ২ মে বৃহস্পতিবার, মনোনয়ন পত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ৮ মে সোম,মঙ্গল ও বুধবার, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে বৃহস্পতি, শুক্র ও শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার ও ভোট গ্রহণ ২৯ মে বুধবার।
উপজেলা মোট ভোটর রয়েছে ২ লাখ ১৮ হাজার ৯০ জন এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৪৫ জন ও হিজড়া ভোটার রয়েছে ২ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৮১টি।