যশোর অভয়নগরে ৩ পৃষ্ঠা চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
বিশেষ প্রতিনিধিঃ- যশোর অভয়নগর পায়রা ইউনিয়ন সমষপুর গ্রামে ৩ পৃষ্ঠা চিরকুট লিখে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত সোহানুর রহমান প্রান্ত সমষপুর গ্রামের হাবিবুর সরদারের বড় ছেলে। অনুসন্ধানে জানা যায়, তিন পৃষ্ঠার চিরকুটে নিজের চাওয়ার সীমানা সম্পর্কে ব্যক্ত করে অনেক দুঃখ ও বেদনা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য লিখে গলায় ফাঁস দিয়ে নিজে নিজে আত্মহত্যা করে। চিঠিতে প্রকাশ করে যায় তার মৃতদেহ যেন ময়নাতদন্তের জন্য দেওয়া না হয়। এ বিষয়ে পায়রা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে জানান, আমি এমন একটি ঘটনার কথা শুনে নিহাতের বাড়ি যায় এবং নিহতের পরিবারকে সমবেদনা প্রকাশ করি। এ বিষয়ে অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল সরজমিনে পর্যবেক্ষণ করে ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান নিহত যুবক মৃত্যুর আগে ৩ পৃষ্ঠার চিরকুট লিখে রেখে যায়। চিরকুট আমাদের হেফাজতে নিয়েছি। এই বিষয়ে থানায় একটি সুইসাইড ডায়েরি হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.