অভয়নগরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে চার বছর বয়সী এক শি কে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বুনোরামনগর গ্রামে। এ ঘটনায় শিশুটির মাতা বাদি হয়ে মঙ্গলবার বিকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিশুর পরিবার ও থানা সূত্রে জানা গেছে উপজেলার বুনোরামনগর গ্রামের এক রাজমিস্ত্রির চার বছরের কন্যাকে প্রতিবেশি চিহ্নিত মাদক বিক্রেতা মৃত মনিরুল ফকিরের ছেলে মজিদ ফকির(৪২) ধর্ষণের চেষ্টা করে। মনিরুল ফকির ওই দিন সকাল ১০টার দিকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশুটির বাড়ি থেকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায়। মনিরুল শিশুটিকে বিছানায় শোয়ায়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি যন্ত্রনায় চিৎকার চেঁচামেচি করতে থাকলে ধর্ষক প্রথমে তার মুখ চেপে ধরে। অবস্থা বেগতিক দেখে শিশুটিকে ঘর থেকে বের করে সে শিশুটির হাতে একটি পরাটা ধরিয়ে দিয়ে কান্না থামানোর চেষ্টা করে। শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরতে থাকলে মনিরুল তার পিছে পিছে কিছু দূর এগিয়ে দিয়ে যায়। পরে সে পেছন থেকে সটকে পড়ে গা ঢাকা দেয়। ঘটনাটি প্রথমে স্থানীয় ভাবে মেটানোর চেষ্টা করা হয়। স্থানীয় মাতবাররা এতে ব্যর্থ হলে তারা থানায় মামলা করার পরামর্শ দেয়। পরে শিশুটির মাতা গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে থানায় একটি লিখিত অভিযোগ করে। শিশুটির মাতা জানান, ধর্ষণের চেষ্টা করায় তার মেয়ে শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’