অভয়নগরে গ্রামীণ খেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ধোপাদী গ্রামের হাড়িভাঙ্গা বাজারে শুক্রবার দিনব্যাপী গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় মহল্লাবাসীর আয়োজনে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। খেলার বিভিন্ন ইভেন্টস এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো অন্ধের হাড়ি ভাঙ্গা, চোখ বেঁধে হাস ধরা, পুকুরে উন্মুক্ত ভাবে হাস ধরা, ও সঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক আসন্ন পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান দপ্তরী। এর আগে হাড়িভাঙ্গা বাজারের প্রতিষ্ঠাতার মরুহুম সবুর শেখ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজক মহল্লাবাসীর অংশগ্রহনে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্টিত হয়। সব শেষে রাতে ভূরিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানাদি সমাপ্ত হয়।