অভয়নগরে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার ধোপাদী দক্ষিণপাড়ার উদ্যোগে এলাকাবাসীর অংশগ্রহণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। খেলায় অংগ্রহণ করে স্থানীয় যুবলীগ নেতা আক্তার হোসেনের দল বনাম স্বেচ্ছা সেবকলীগের নেতা আব্দুর রশিদের দল। দুই দলের মধ্যে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় এ প্রীতি হা ডু ডু ম্যাচ। এ ছাড়া শুত্রবার দিন ব্যাপী তারা নানা রকম গ্রাম্য খেলার অনুষ্ঠান করে। এ সব খেলার মধ্যে ছিলো দড়াটানা, হাঁস ধরা, হাড়ি ভাংগা, শিশুদের বিস্কুট দৌড়, তৈলাক্ত কলাগাছে উঠা, মহিলাদের বালিশ বদল এবং বিকালে ঘোড়ার গাড়ীতে চড়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে ফুটবল মাঠে যেয়ে প্রীতি ফুটবল খেলা। পাড়ার শতাধিক লোক খেলায় অংশ গ্রহণ করে। তারা খেলা শেষে রাতে ভুরি ভোজনও করে।