স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলার পাচুড়িয়া বিলে বোরবার বিকালে পাচুড়িয়া - মধ্যপুর গ্রামবাসীর উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং রাতে পাচুড়িয়া স্কুল মাঠে লোকসংগীতের আসর ভাবগান অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন(ভারপ্রাপ্ত), এছাড়া অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আ.লীগ নেতা আব্দুল মান্নান মোল্যা, শওকত হোসেন মল্লিক, ওয়ার্ড মেম্বর ওসমান আলী, আব্বাস বিশ্বাস,রেবেকো সুলতানা, শাহাজান সরদার প্রমুখ। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে উপজেলার ইছামতি গ্রামের আনোয়ার হোসেনের ঘোড়া আল্লার দান, দ্বিতীয় নেবুগাতী গ্রামের অপু বিশ্বার ঘোড়া অগ্নি এবং তৃতীয় স্থান অধিকার করে সিঙ্গাড়ী গ্রামের মান্নান বিশ্বাসের ঘোড়া ঝটিকা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.