Type to search

অভয়নগরে গ্রমীন সড়ক পরিচ্ছনের কাজেও ছাত্রসমাজ

অভয়নগর

অভয়নগরে গ্রমীন সড়ক পরিচ্ছনের কাজেও ছাত্রসমাজ

অভয়নগরে গ্রমীন সড়ক পরিচ্ছনের কাজেও ছাত্রসমা
নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে ট্রাফিকের দায়িত্বে পালনের পাশাপাশি গ্রামীন সড়ক পরিচ্ছনের কাজও করছেন ছাত্র সমাজ। শুক্রবার সকালে উপজেলার ধোপাদী গ্রামে একটি পাকা সড়ক পরিচ্ছন্নের কাজ করতে দেখা যায় এক দল ছাত্রকে। চলতি পথে দেখা যায় ধোপাদী থেকে বেতার হয়ে যশোর – খুলনা মহাসড়কে উঠার সড়কে এলাকার ৭/৮ জন ছাত্র  পরিচ্ছনের কাজ করছেন। তারা সড়কে পথচারিদের পোকা-মাকড় থেকে নিরাপদ রাখার জন্য দুই ধারের ঝোপ ঝাড়, ঝাড়– দিয়ে সড়ক পরিস্কার করছেন। সেখানে কথা হয় রাজশাহী বিশ^বিদ্যালয়ে এমবিএ বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থী শাহরিয়ার আলমের সাথে।তিনি বলেন ‘সারা  দেশে শিক্ষার্থীরা দেশ গঠনের কাজ করছেন। তারই অংশ বিশেষ আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে সড়ক পরিচ্ছনের কাজে নেমেছি। এতে এলাকাবাসী আমাদের অনেক প্রশংসা করছেন।’ সেখানে অবস্থানরত পৌর বিএনপি সংগঠনের  সাধারণ সম্পাদক রেজাইল করিম মোল্যা বলেন, ‘এলাকার ছাত্ররা স্বেচ্ছায় সড়ক পরিচ্ছনের কাজ করছে এতে আমরা খুব খুশি হয়েছি।’