অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে গলায় দড়ি দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৭ টায় নিজ ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। মৃত ওই বৃদ্ধর নাম বিশ^জিৎ শীল তার বয়স ৭৩ বছর।
মৃত বিশ^জিৎ শীলের ছোট ভাই হরিদাস শীল জানান, তার ভাই অবিবাহিত জীবন যাপন করতেন। তিনি কয়েক বছর যাবৎ বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। কিছু দিন সে মনিরামপুর উপজেলার হাজিরহাট শ্মশানেও বসবাস করেছেন। কয়েক মাস আগে সে বাড়ি ফিরে আসে। বুধবার সকালে তার টিসিবি’র মাল আনতে যাওয়ার কথা ছিলো। তাকে ডাকতে যেয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ আসে। তার লাশের ময়না তদন্তের পর নওয়াপাড়া মহা শ্মশানে দাহ করা হয়। থানার অফিসার ইনচার্য জানান, একজন বৃদ্ধ গলায় দড়ি দিয়ে মারা গাছে। তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.