অভয়নগরে গরু হারানোর অভিযোগ করায় বাদি সন্ত্রাসী হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে

অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরে এক নারী গরু হারানোর অভিযোগ করায় সন্ত্রাসী হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ওই নারীর পরিবার। থানার অভিযোগ ও ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মশরহাটি গ্রামের মৃত সৈয়দ আলী বিশ^াসের বিধবা স্ত্রী সখিনা বেগম পাঁচটি গরু পালন করেছেন। গত ৩ জুলাই দিবাগত রাত ২ টার দিকে তার গোয়াল থেকে একটি গরু হারিয়ে যায়। যার মূল্য প্রায় ১ লঅখ ২০ হাজার টাকা। তিনি ওই ঘটনায় থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ‘তার হারিয়ে যাওয়া গরুটি এলাকায় কোথাও খোঁজ করে পাই নি। অনেক খোঁজাখুজি করে গরু উদ্ধারে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ করিলাম।’
সখিনা বেগম জানান, তিনি গরু হারানোর পরের দিন থানায় থানায় অভিযোগ করেন। গরু হারানোর খবর পেয়ে এলাকার কয়েকজন খারাপ প্রকৃতির তরুণ তার কাছে আসে। তারা সখিনা বেগমের গরু খোঁজ করে দেওয়ার আশ^াস দেয়। পরে তারা থানায় অভিযোগের বিষটি জানতে পেরে ক্ষিপ্ত হয়। ওই তরুণরা সখিনা বেগমের কর্মজীবি ছেলে সেলিম বিশ^াসকে খোঁজ করতে থাকে। বিষটি তার ছেলে জানতে পেরে ভয়ে বড়ি আসছে না। সখিনা বেগম আশংকা করছেন ওই সব তরুণ ছেলেরা তার ছেলেকে হামলা করতে পারে। তাই তার ছেলে বাড়ি আসছে না।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।